আত্মা, মানসিক অবস্থা, ঈমান—এই তিনটি আলাদা কিছু নয়। বরং এরা একে অপরকে স্পর্শ করে, গড়ায়, কখনো শান্ত করে, কখনো ভেঙে দেয়।
আজকের মুসলমানের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে ভেতরের যুদ্ধ—
চোখে জল আছে, মনে ভীতি আছে, রাতভর ঘুম আসে না, তাও কেউ কিছু বুঝে না।
এই বইটা তাদের জন্য—
যারা নামাজে দাঁড়ায়, কিন্তু মন পড়ে থাকে অনিশ্চয়তায়।
যারা কাঁদতে চায়, কিন্তু কান্নার ভাষা ভুলে গেছে।
যারা ফিরে আসতে চায় আল্লাহর দিকে, কিন্তু নিজেকেই মাফ করতে পারে না।
এই বই বিজ্ঞান নয়, উপদেশ নয়—এটা আপনার পাশে হাঁটতে চাওয়া এক আত্মিক সঙ্গী।
﴿فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا﴾
“নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।”
(সূরা ইনশিরাহ, আয়াত ৬)